জানা যায় বুধবার ও বৃহস্পতিবার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধ বেহুন্দি, চর গড়া, চায়না দুয়ারি, মনুজাল অপসারনে রাতভর যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য, নৌপুলিশ ও থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় ০৩টি বেহুন্দি, ১০টি চরগড়া, ৮হাজর মিটার মুন জাল, ৫ হাজর মিটার চায়না দুয়ারি জাল, ১ হাজার মিটির কারেন্ট জাল, ১০ টি গ্রাফি, একটি বেহুন্দি জাল সরবরাহ ট্রলার জব্দ করে। পরে বৃহস্পতিবার হাজিরহাট এলাকায় জব্দকৃত অবৈধ জাল পুরিয়ে ধ্বংস করা হয়। এ সময় কাউকে আটক করা হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান নদীতে অবৈধ জাল অপসারনে উপজেলা মৎস্য, নৌপুলিশ ও থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এ সকল অবৈধ জাল ধ্বংসের জন্য সদা প্রস্তুত। মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জাল আপসারনে কোন আপোষ নেই। এ পর্যন্ত ১০-১২ টি রাক্ষুসে অবৈধ বেহুন্দি জাল ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩টি বেহুন্দি জাল ও চায়না দুয়ারি, চর গড়া ও মনু জাল জব্দ করে পুরিয়ে ফেলা হয় এবং একটি ট্রলার ও ১০টি গ্রাফি জব্দ করে মৎস্য অফিসের মাধ্যমে রাখা হয়। নদীতে অবৈধ জাল অপসারণে আমাদের অভিযান চলমান থাকবে।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস বলেন তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে নৌপুলিশ সদা সর্বদা প্রস্তুত। অবৈধ জাল আপসারনে কোন ছার দেয়া হবে না। অভিযান অব্যহত থাকবে।
মেরিন ফিশারিস নাজমুল হাসান জাননা মৎস্য সম্পদ সংরক্ষণে বুধ ওবৃহস্পতিবার দিন- রাত অভিযান পরিচালনা করে তিনটি বেহৃন্দি, কারেন্ট, মনু ও চড় গড়া সহ একটি ট্রলার ও ১০ টি গ্রাফি জব্দ করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।