নাজমুল ইসলাম :
১৮ বছর পূর্তি উপলক্ষে দৌলতপুর পাইলটের এসএসসি ২০০৭ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) কুষ্টিয়া দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, হিলি কস্টমস অফিসার এস এম সাইফুজ্জামান রাজিব, আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফরহাদ আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, বর্তমান প্রধান শিক্ষক মোঃ ইয়ার আলী, সাবেক শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সাবেক শিক্ষক মোঃ আহসান হাবিব, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক জামিরুল ইসলাম।
প্রায় এক’শ বন্ধু বান্ধবীদের উপস্থিতিতে সকাল ১১টায় একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ২টায় সম্মানিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ২০০৭ ব্যাচের সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় এসএসসি ২০০৭ ব্যাচের সকল বন্ধু বান্ধবী একত্রিত হতে পেরে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
ছবি: এসএসসি ২০০৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।