নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউপি যুবলীগের সভাপতি আমিদুর কবির (রিপন) এর বসত বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে পরপর দুইটি বোমা বিস্ফোরণে ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এঘটনার প্রতিবাদে সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান,আমিদুর কবির (রিপন) ১২নং বোয়ালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একেই এলাকার বিএনপি জামায়াত সমর্থিতরের সঙ্গে যুবলীগ সভাপতি রিপনের দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। এর জের ধরেই বোমা হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আমিদুর কবির (রিপন) বলেন, রবিবার গভীর রাতে বিকট শব্দে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। তখন ঘর থেকে বের হয়ে দেখি সারা বাড়ি বোমার ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। বোমার সকল চিহ্ন পরে থাকে আমার উঠানে। পূর্ব শত্রুতার জেরে বোমা হামলা করা হয়েছে আমার বাড়িতে। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো.জহুরুল আলম বলেন, বোমা বিস্ফোরনের ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















