1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
স্বর্নের কলস-গুপ্তধন পাইয়ে দেয়ার নামে প্রতারনা, চক্রের প্রধানসহ গ্রেফতার-৩ - dailynewsbangla
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায় ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক লালপুরে খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

স্বর্নের কলস-গুপ্তধন পাইয়ে দেয়ার নামে প্রতারনা, চক্রের প্রধানসহ গ্রেফতার-৩

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

স্বর্নের কলস-গুপ্তধন পাইয়ে দেয়ার নামে প্রতারনা, চক্রের প্রধানসহ গ্রেফতার-৩


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় স্বর্নের কলস-গুপ্তধন পাইয়ে দেয়ার নামে প্রতারনা করার অভিযোগে প্রতারকহ চক্রের প্রধানসহ সহযোগী তিন সদস্যকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের দক্ষিন দাস পাড়া গ্রাম থেকে প্রতারক চক্রের এ তিন সদস্যকে করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের ১নং ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন মুন্সির ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন(৩৫) এর নেতৃত্বে উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ স্বর্নের কলস ও ঘরের ভিতরে গুপ্তধন পাইয়ে দেয়ার নামে সহজ-সরল মানুষের সাথে প্রতারনা করে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এ চক্রের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃতোফাজ্জেল হোসেন (৩৫),একই গ্রামের হানিফ মুন্সির-ছেলে সোহেল (২২) ও রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা গ্রামের হালিম মোল্লার ছেলে বারেক মোল্লা (৩৬) । চক্রটি গালর্স স্কুল সড়কের মন্নান খলিফার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছিলেন। সর্বশেষ বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকার মো. নজরুল সিকদারের বাসা নিয়ে প্রতারনার করে আসছে।

প্রতারনায় শিকার মোসা, হেলেনা সোমবার রাতে দশমিনা থানায় প্রতারক চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। প্রতারনায় শিকার হেলেনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন বহরমপুর গ্রামের মো, মাহাবুব সরদারের স্ত্রী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয় স্বর্নের কলস ও গুপ্তধন পাইয়ে দেয়ার নামে বিভিন্ন সময় প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র তোফাজ্জেলরা। দশমিনা থানার ওসি মো, জসীম জানান, অভিযোগ পেয়ে আসামীদেরকে দ্ররুত গ্রেফতার করা হয় এবং অভিযোগের সত্যতা পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ