দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় স্বাস্থ্যবিধি রক্ষা করে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার দাবীতে সকাল ১১টার সময় দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলার আইনজীবীগন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দশমিনা উপজেলা আইনজীবীদের প্রতিনিধি ও জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. ইকবাল মাহমুদ লিটন,উপজেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি এ্যাড. সিকদার গোলাম মোস্তফা, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন,এ্যাড. এনামুল হক রতন,এ্যাড. মনির,এ্যাড, খোরশেদ আলম,এ্যাড. গাজী সহিদ প্রমূখ।
মানববন্ধনে বক্তব্যে আইজীবীগন বলেন,স্কুল-কলেজ,মাদ্রসা বন্ধ রেখে দোকানপাট ,পরিবহন সেবা ও অন্যন্য খোলা থাকতে পারে তবে বিচার বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রেখে বিচার প্রার্থীদের ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভার প্রতিরোধে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় শত শত বিচার প্রার্থীরা বিপাকে পড়ছে।
বক্তরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন মন্ত্রীর মাধ্যমে মননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় নিবেদন অনিতিবিলম্ভে বিচার বিভাগের বিচারিক কর্যক্রম নিয়মিত ভাবে চালু করার দাবী জানাচ্ছি।