আ: হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিতরণ অুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খরিপ২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রীড ও উফশী জাতের বীজ ও সার ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় মধুপুর উপজেলার তালিকা ভূক্ত ৫০০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে যথাযথ স্বাস্হ্য বিধি মেনে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার(৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।
বিতরণ অনুষ্টানে পৌরসভা, বানুরগাছি,কুড়ালিয়া ব্লকসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ব্লক থেকে আগত কৃষকগন উপস্হিত ছিলেন।