কাজি মোস্তফা রুমি, : টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে নিজেই সড়কে অভিযান পরিচালনা করেছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সদর এলাকার কাঁচাবাজার, তালতলা, হাসপাতাল ও বটতলা সড়ক সহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে যত্রতত্র গাড়ি রাখা, অবৈধ পার্কিং, অস্থায়ী দোকান ও সড়ক দখল করে রাখা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। আসছে ঈদে ঘরমুখো মানুষের চাপে যানজট নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ। এদিকে তিন দিন আগে নাগরপুর রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি সভাপতি এস এম আনোয়ার সহ অন্যান্য সংগঠনের দায়িত্বরত সকলকে বাজারে নিরাপত্তা ও যানজট নিরসন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেনো স্বাচ্ছন্দ্যে বাড়ি আসতে পারে এবং জনসাধারণ স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করতে পারে এর জন্য নাগরপুর সদর বাজারে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে আমরা মাঠ পর্যায়ে সকলেই দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়েছে। সকলের প্রতি অনুরোধ থাকবে যত্রতত্র গাড়ি পার্কিং যেনো না করা হয় ও অস্থায়ী দোকান যেনো না বসানো হয়। এছাড়াও সড়কে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনায় সময় বণিক নেত্ববৃন্দ,শ্রমিক নেত্ববৃন্দ সহ স্হানীয় মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।