-মাহমুদ সুজন
মানুষ জানি কেমন!
সারাদিন পথ চেয়ে থাকি
এখানে ওখানে খুঁজেফিরি
শেষবেলায় না দেখেই
চোখের সামনে দিয়ে
সে অবলিলায় চলে যায়।
মানুষ জানি কেমন!
সারাদিন যার জন্য
ভেবে ভেবে মরি আমি
সে ডুবে থাকে নানান কাজে
ভুল করেও ভুল হয়না
আমাকে ভুলে থাকা।
মানুষ জানি কেমন।
বুকের মধ্যে খোদায় করে
রাখি যার মায়ামুখ
ক্ষণে ক্ষণে দেখবো বলে
আর সে-কিনা ভাবে
এসব যত্ত পাগলামি।
সত্যিই মানুষ জানি কেমন!