মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১০ম শ্রেনীর মাদ্রসাপডুয়া এক ছাত্রী।
এ ঘটনায় বিয়ের আসর থেকে বর সহ চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালত ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গোলখালী গ্রামের এছাহাক হাওলাদারের মেয়ে দশমিনা ইসলামিয়া সিনিয়র সাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী জেসমিন(১৬) বাশঁবাড়ীয়া গ্রামের মাহালম রাড়ী ছেলে বশির রাড়ীর (২০) সাথে বিবাহ ঠিক করা হয়।
বুধবার রাত ১১টায় উপজেলার পূজাখোলা মসজিদে কলমা চলাকালীন অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদলত অভিযান পরিচালনা করে বর বশির রাড়ী (২০)বরের ভাই মোঃহাসান(৩২), বরের বাবা মাহালম রাড়ী(৫০), কনের বাবা এছাহাক(৪৫) কে আটক করেন। এ সময় বর ও কনের আত্নীয়স্বজন পালিয়ে যায়।
বুধবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন আল হেলাল ছাত্রীর বিবাহের পূর্ন বয়স না হওয়া পর্যন্ত ৩শত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে মুচলেকা নিয়ে আটককৃত চারজনকে ২৩ হাজার টাকা জারিমানার আদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল বলেন, ওই ছাত্রীর লেখাপড়া করার খোজ খবর রাখার জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানকে নির্দেশ দেন। তিনি আরো বলেন বাল্য বিবাহ রোধে সকলকে সচেতন হতে হবে।