কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে একটি বিদেশী পিস্তুল, একটি দেশী পাইপগানসহ মাদক উদ্ধার করেছে সীমান্তরক্ষী বিজিবি।
সপ্তাহ ব্যাপি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র টহল দল এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে।
শনিবার (২৫ জুন) সকালে বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিভিন্ন বিওপি’র টহল দল দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ভারতীয় ১৩৫ বোতল মদ, ৩৫০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, যৌন উত্তেজক ট্যাবলেট ৮ হাজার ৬৪৪ পিস ও পাতার বিড়ি ২ হাজার ৪৫৪ প্যাকেট উদ্ধার করেছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ ১ হাজার ৭০ টাকা।
তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি এবং উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ছবিও পাওয়া যায়নি।