দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা বাজারের ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা মূখ থুবড়ে পড়েছে।
জানাগেছে এলাকার আল্লারদর্গা বাজারের পানি নিস্কাশনের জন্য ২০১৩ সালে প্রায় ১ কি: মি: ড়্রনে নির্মানের জন্য বরাদ্দ হয় প্রায় ১ কোটি টাকা, কাজ শেষ না করে চলে যায় ঠিকাদার, পরে দফায় দফায় ৩ বারে ৩ কোটি টাকা বরাদ্দ হলেও আলোর মূখ দেখেনি ড্রেনেজ ব্যাবস্থা। রাস্তার দু’ধারে উঁচু করে বেঁধে রাখার কারণে ড্রেন কোন কাজে আসছে না। কোথাও কোথাও ড্রেনের উপর অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে ড্রেন হারিয়ে গেছে মাটির নীচে, এ ছাড়া ড্রেনটি দ্বারা পানি প্রবাহের কোন পথ অদ্যবধি নির্মান হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান বরাদ্দের পর কোন রকম লোক দেখান কাজ করে চলে যায়, দেখার কেউ নেই। কাজেই পানি ড্রেনে না নেমে রাস্তার উপর জমে থাকে, ফলে প্রতি বছর রাস্তা মেরামত করলেও তা বর্ষা আসলে ভেঙ্গে-চুরে রাস্তা নষ্ট হয়ে যায়। এলাকার মানুয়ের কষ্টের সীমা নাই, রাস্তায় পানি জমার কারণে রাস্তা খাদ-খন্দকে পরিণত হয়। সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তা রক্ষার জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকলে রাস্তা রক্ষা হবে না, কাজেই দ্রুত ড্রেনেজ ব্যাবস্থা জরুরী হয়ে পড়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কর্ষণ করা হল।