ফরিদ আহমেদঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজার পাড়া গ্রামের এজের বিশ্বাসের ছেলে সোহেল রানা নিজের গলায় নিজে কোপ দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রত্যাক্ষদর্শী চৌধুরী পাড়া গ্রামের দিন মহাম্মদের সাইদুর বলেন, আমি পাশের জমিতে কাজ করছিলাম হঠাৎ দেখি সোহেল রানা নিজের গলা ধরে দৌড়াচ্ছে এবং তার শরিরে রক্ত। আমি সহ আশে পাশের জমিতে কাজ করা ব্যক্তিরা তার বাড়িতে খবর দেই।
এ বিষয়ে সোহেল এর মা যমুনা খাতুন বলেন, প্রতিদিনের মত আমার ছেলে সকালে খাওয়া দাওয়া শেষে মাঠে যায়। আমি ও ছেলের সাথে বাজার পাড়ার পশ্চিমের মাঠে যায়। আমি ছেলেকে রেখে সকাল অনুমানিক ৯ টার পরে চলে আসি পরে শুনতে পাই আমার ছেলে নিজে, নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।যাওয়ার সময় পথের মাঝে আমার ছেলে অনুমানিক ১১ টার সময় মারা যায় , আমাদের পারিবারিক কোন সমস্যা ছিলনা তবে আজ প্রায় ২ মাস যাবত একটু একটু মাথায় সমস্যা মনে হচ্ছিল।
এ বিষয়ে সোহেল রানার স্ত্রী চাঁদনী বলেন, আমাদের সংসারে কোন ঝামেলা ছিলনা সকালে খাওয়া দাওয়া শেষে মাঠে চলে যায়। হঠাৎ এলাকাবাসীর কাছে শুনি আমার স্বামী আত্মহত্যা করেছে। তবে আজ ২ মাস যাবত আমার স্বামীর মাথায় সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা কোন চিকিৎসা দেয় নাই।
ঘটনা স্থান পরিদর্শন করেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান। এ সময় তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।