1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সৈয়দপুরে বিএনপি কর্মীকে সাধারণ সম্পাদক করায় স্বেচ্ছা সেবক লীগের মানববন্ধন - dailynewsbangla
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক

সৈয়দপুরে বিএনপি কর্মীকে সাধারণ সম্পাদক করায় স্বেচ্ছা সেবক লীগের মানববন্ধন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ উপজেলা কমিটির একাংশ মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ উপজেলা কমিটির একাংশ মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বিএনপি কর্মী বাদলকে কামার পুকুর ইউনিয়ন সাধারণ সম্পাদক করায় তার ওই মানববন্ধন করে। এতে একাত্বতা ঘোষনা করে উপজেলা যুব ও ছাত্র লীগ। শনিবার দুপুর ৩ টায় টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলে প্রায় ঘন্টাব্যাপী। মানববন্ধন শেষে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক একরামুল হক মানিকের সঞ্চালনায় বক্তব্য বলেন, আওয়ামী যুব লীগ উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ, আসাদুল ইসলাম আসাদ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক সিফাত সরকার। উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ:সভাপতি সরকার মারুফ ইসলাম রকি , যুগ্ম সাধারন সম্পাদক বিদ্যুৎ আলম, সাংগঠনিক সম্পাদক শাহিন প্রামানিক, রাজিব রায়, দপ্তর সম্পাদক খালিদ মিনহাজ বাবরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী গামছা বাদলকে স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। বক্তাদের অভিযোগ অর্থের বিনিময়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকার জামায়াত ও বিএনপির দালাল গামছা বাদলকে ওই পদ দিয়েছেন। তারা অবিলম্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকারসহ বাদলের বহিস্কার দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদসভা শেষে বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ