1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বাঘায় এআই কর্মীর চিকিৎসার পর গরুর মৃত্যু, দিশেহারা কৃষক  - dailynewsbangla
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউএনও’র নাম ভাঙিয়ে ৩১ টন চাল আত্মসাতের চেষ্টা রক্ষক যখন নিজেই ভক্ষক বগুড়া বেকারত্ব মোচনে কাজ করছেন ঐতিহ্যবাহী  আকবরিয়া হোটেল বগুড়ায় ২ শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান প্রদান করলেন জামায়াত বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার বগুড়া গাবতলীতে জিয়াবাড়ি পরিদর্শন করলেন  নবাগত — জেলা প্রশাসক বগুড়া    ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন সাপাহারে ইসলামী আন্দোল বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ফুটবল মাঠে ছুরিকাঘাতে কিশোর নিহত বগুড়া জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

বাঘায় এআই কর্মীর চিকিৎসার পর গরুর মৃত্যু, দিশেহারা কৃষক 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বাঘায় এআই কর্মীর চিকিৎসার পর গরুর মৃত্যু, দিশেহারা কৃষক 

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় প্রানী সম্পদ  অফিসের এফ. এ. (এআই) কর্মী সোহেল রহমানের বিরুদ্ধে চিকিৎসার পর গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ন্যায়বিচার পেতে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে তারেক রহমান।
অভিযোগ এবং বাদির মৌখিক বর্ণনা সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় অনেক কষ্টে ঋন ধারে দুটি গাভি গরু ক্রয় করে পালন করছেন কৃষক তারেক রহমান। একটি গাভীর অন্তঃসত্ত্বা পরীক্ষার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআই কর্মী সোহেল রহমানকে সংবাদ দেন। সোহেল রহমান তারেকের বাসায় গিয়ে গাভির (ছয় মাসের অন্তঃসত্ত্বা)  গর্ভকালীন জটিলতা আছে বলে জানান। গাভীর চিকিৎসা দিতে হবে। এজন্য ২৫০০ মত টাকা খরচ হবে। তখন তারেক এক হাজার টাকার মধ্যে চিকিৎসা দিতে বলেন। এরপর সোহেল রহমান গরুকে দুইটা ইনজেকশন পুশ করে এক হাজার টাকা নিয়ে চলে যান। চিকিৎসার পর থেকে গরুর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তারেক রহমান চিকিৎসা দানকারী এআই কর্মী সোহেল কে বারবার ফোনে বিষয়টি অবগত করেন। কিন্তু সোহেল রহমান বলেন, আমি রাজশাহী আছি, যেতে পারব না। অন্য একটি ডাক্তার দিয়ে দেখান । এরপর শনিবার দিবাগত রাতে রোববার ভোরে (১৭ সেপ্টেম্বর) গরু টি মারা যায়। প্রায় দুই লক্ষ টাকা দামের গরুর মৃত্যুতে গরীব কৃষক তারেক দিশেহারা হয়ে পড়েছেন।  বিষয় টি নিয়ে এলাকায় মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠ বিচার ও ক্ষতি পূরন প্রার্থনা করে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বরাবর লিখিত অভিযোগ করেন তারেক।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোহেল রহমান বলেন, আমি চিকিৎসা দিয়েছি ভি এস  স্যারের নির্দেশনায়। ভিজিট নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ২৫০০ টাকা আমি চাইনি । আমি চিকিৎসা দিয়ে এক হাজার টাকা নিয়েছি।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: শরিফুল ইসলাম বলেন, সোহেল পশু চিকিৎসক নয়। সে ফিল্ড এসিস্ট্যান্ট এ আই কর্মী। অনেক সময় আমরা না থাকলে সে যায়। আমাকে এই গরু সম্পর্কে জানিয়েছে। পরে আমার পরামর্শে সে ইনকেজশন পুশ করে। গরুটি মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত গরুর স্যাম্পল সংগ্রহ করেছি। এটি পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট আসার পরেই জানা যাবে কি কারনে এটি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শারমিন আখতার জানান, চিকিৎসার পরে গরুর মৃত্যু হয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ