বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে সোমবার (২ অক্টোবর) সকালে প্রাণ গেলো রাজমিত্রী আবুল কালামের (৩৬)। আবুল কালাম উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া শ্রীনগর গ্রামের বাসিন্দা। সে পেশায় রাজমিস্ত্রী ছিল। তার এক ছেলে এক মেয়ে। জানা যায়, আবুল কালামের ডেঙ্গু জ্বর হলে গত শুক্রবার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পরে কোন উন্নতি না হওয়ায় সোমবার সকালে তাকে ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। পরমেশ্বরদী ইউনিয়ন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সিদ্দিক মাতুব্বর বলেন, রাজমিস্ত্রী আবুল কালামের ডেঙ্গু জ্বর হলে গত শুক্রবার বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সকাল সাড়ে ১০ টার দিকে সে মারা যায়।