খন্দকার জালাল উদ্দিনঃ কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মহম্মদ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ির পিছনে পুকুর থেকে তার ভাষমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিশু একই গ্রামের মন্টু মোল্লার ছেলে।
এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানাগেছে, শিশু মহম্মদ আলী আজ সকালে বাড়ির পিছনে পুকুরের পাশে খেলতে গিয়ে অসাবধানবসত পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পুকুরে ভেষে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাকিবুল হাসান।