দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মাসুদ রানা (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৫ অক্টোবর, রবিবার উপজেলার পিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
সে পার্শ্ববতী মেহেরপুর জেলার গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর বিলধলা গ্রামের মো. মারফত মন্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে মাদক বিরোধী অভিযান অভিযান চালায়। এসময় ১৮৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।