যুব দিবসে প্রশিক্ষিত ১৮জন যুবর হাতে ১৩ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক ও সনদপত্র তুলে দেন
মোহাম্মদ আককাস আলী : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা, যুবঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর-রশিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, রাবেয়া রহমান পলি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান। এ সময় প্রশিক্ষিত ১৮জন যুবর হাতে ১৩ লক্ষ ২০ হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।