বগুড়া ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ ডিউক মেমোরিয়াল ক্লাব ও ঠনঠনিয়া যুব সংঘ জয়ী
রাবেয়া সুলতানা, বগুড়া প্রতিনিধি:বগুড়া-অদ্য ২৭/১১/২০২৩ তারিখের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, ২য় বিভাগ ক্রিকেট লিগের আজকের ১ম খেলায় ডিউক মেমোরিয়াল ক্লাব ৪২রানে গ্লোবাল টাচ্ স্পোর্টস ইনিস্টিটিউটকে পরাজিত করে। টসে হেরে ডিউক মেমোরিয়াল ক্লাব প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ২৫ ওভারে ৮উইকেট হারিয়ে ১৫৯রান করে। দলের পক্ষে মিশু-৩৫, তৌহিদ-৩২, প্রিতম-২৬রান করে। প্রতিপক্ষের বোলার সাফিন-২টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে গ্লোবাল টাচ্ স্পোর্টস ইন্সিটিটিউট ২৫ওভারে ৯উইকেটে হারিয়ে ১১৭ রান করে। দলের জিলহ্জ-৩১, তন্ময়-১৭, নাহিদ-১৬ রান করে। প্রতিপক্ষের মাহিন-৩টি, সিয়াম-২টি, হাসু-২টি ও রিফাত=-২টি করে উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ- মাহিন। দিনের অপর খেলায় ঠনঠনিয়া যুব সংঘ ৯৩রানে মডর্ণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ঠনঠনিয়া যুব সংঘ প্রথমে ব্যাট করে ২৪.১ ওভারে ১০উইকেট হারিয়ে ১৩৮রান করে। দলের পক্ষে রাসেল-৩৯, মেহেদী-২৩, দীপ্ত-১৮ রান করে। প্রতিপক্ষের বোলার সুমন-৪টি, মুন্না-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে মডার্ণ স্পোর্টিং ক্লাব ৯.৫ওভারে ১০উইকেটে হারিয়ে ৪৫ রান করে। দলের পক্ষে সুষ্ময়-৯, মনি-৫রান করে। প্রতিপক্ষের বোলার মমিন-৫টি, রিফাত-২টি করে উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ- মমিন। আজকের ম্যাচ পরিচালনা করে- সাজু, ফিরোজ ও জিতু, স্কোরার- সমির।