বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন। মনোনয়ন জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের কাছে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা মনোনয়নপত্র জমা দেন।
এ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম মেম্বর মো. আব্দুর রহমান, স্বতন্ত্রী প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি আরিফুর রহমান দোলন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির আকতারুজ্জামান খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেএম নুরুল ইসলাম শিকদার, জাকের পার্টির আব্দুর রউফ মোল্যা, কেন্দ্রীয় মহিলা আ’ লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক সহকারী রির্টানিং অফিসার ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।