পুরাদমে ধান কাটা শুরু দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠছে না চাষীদের
মোহাম্মদ আককাস আলী :
পুরাদমে ধান কাটা শুরু হয়েছে বরেন্দ্র অঞ্চলে। হাটবাজারে উঠতে শুরু করেছে আমন ধান। জমে উঠছে বেচাকেনা। কিন্তু ফলন ভালো হলেও কৃষকদের মুখে হাসি নেই। বাজারে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতে পারছে না চাষীরা। সাথে যোগ হয়েছে হরতাল অবরোধ এতে বেড়েছে পরিবহন খরচ। সব মিলিয়ে দিশে হারা কৃষকরা। এ বছর উৎপাদন খরচ বেশি হওয়ায় কম দামে ধান বিক্রি করে উৎপাদন খরচই ঘরে তুলতে পারছেনা কৃষকরা। তবে ধান কাটার সময় খুচরা পর্যায়ে ধানের দাম বেড়েছে। ধানের দাম কম থাকায় কৃষকদের উপর প্রভাব ফেলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল আমন দান, যা বৃষ্টিনির্ভর। এই মৌসুমে মারাত্মক খরা এবং কম বৃষ্টিপাতের কারনে কৃষকদের সেচের উপর নির্ভর করতে হয়েছে, এতে খরচ বেড়েছে অনেকটা। এ ছাড়া সারের দাম এখন সর্বকালের সর্বোচ্চ। দেশের বিভিন্ন স্থানে কৃষকরা আমন ধানের আবাদ করেছেন এবং ৪০% কাটা শেষ হয়েছে। বিভিন্ন স্থানে বাজার ঘুরে দেখাগেছে, আমন ধান প্রতি মণ (৪০ কেজি) ৯০০-৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে ফসল কাটার সময় প্রতি মণ আমন ধানের দাম ছিল ১,২০০-১,৩৫০ টাকা। গত বছর আমন ধানের উৎপাদন খরচ ছিল প্রতি কেজি ২৫ টাকা, যা এ বছর ২৮ টাকা বেড়েছে বলে সূত্র জানায়। তাই কৃষকের কাছে ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২.৫-২৪.৫ টাকা যা উৎপাদন খরচের তুলনায় ৩.৫-৫.৫ টাকা কম।