1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীর কাজলায় সড়ক ও জনপথের জায়গা দখলের চেষ্টা - dailynewsbangla
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আজ থেকে কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন ঢাকা দ‌ক্ষিন সি‌টি ক‌লোনী‌তে  প্রথম বা‌রের মত উদযাপিত হলো হ‌রিজনবাসীর বিদ‌্যা দে‌বির পুজা  বোয়ালমারীতে গরু চুরি করতে গিয়ে ৮ গরু চোর কারাঘরে সিন্ডিকেটের বেড়াজালে বন্দি বরেন্দ্র অঞ্চলের  ধান চাষীরা কম্বিং অপারেশনে ১০লখ টাকার অবৈধ জাল জব্দ মহাদেবপুরে অসহায় দু:স্থদের মাঝে ছাগল বিতরণ করলেন জামায়াত ইসলাম  নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবা মায়ের কবরের পাশে শায়িত: বগুড়া-৩ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদারের দাফন সম্পন্ন ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রাজশাহীর কাজলায় সড়ক ও জনপথের জায়গা দখলের চেষ্টা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

রাজশাহীর কাজলায় সড়ক ও জনপথের জায়গা দখলের চেষ্টা

রাজশাহী ব্যুরো: “এই লোকজন ডাক, মিডিয়াকে ডাক” এমন হুমকি ধামকি দিয়ে গাছ লাগানো বন্ধের নির্দেশ দিচ্ছেন রাজশাহী মহানগরীর কাজলা এলাকার (রেডিও সেন্টারের উত্তর পশ্চিম কর্ণার) লাল মোহাম্মদ এর ছেলে মানিক (৫২) ও ছোট ভাই ইদ্রিস আলী (৫০)। রবিবার (১০ ডিসেম্বর) সকালে এমন দৃশ্য চোখে পড়ে নগরীর কাজলা মোড়ের পার্শে সড়ক ও জনপথের জমিতে। সেখানে গিয়ে দেখা যায়, সড়ক বিভাগ রাজশাহীর পক্ষ থেকে ৭০ পিছ মেহগুনি গাছ লাগানো হচ্ছে। সে সময় মানিক ও ইদ্রিস গং জমির মাঝখানে গাছ লাগাতে বাধা দেন। মানিক বলে “এই লোকজন ডাক, মিডিয়াকে ডাক” বলে চিৎকার করছেন। এসময় সেখানে উপস্থিত থাকা সাংবাদিক বলেন, ভাই কি হয়েছে বলেন, আমি সাংবাদিক? এমন প্রশ্ন করতেই ছোট ভাই ইদ্রিস হুমকির সুরে ঐ সাংবাদিককে প্রশ্ন করেন, কে আপনি, কোন মিডিয়াতে কাজ করেন, আপনাকে এখানে কে ডেকেছে? ইত্যাদি প্রশ্ন করতে থাকেন এবং পকেট থেকে মোবাইল ফোন বের করে উল্টো সাংবাদিকের ভিডিও করতে থাকেন। এরপর সাংবাদিকের পরিচয় পেতেই আস্তে করে গলার সুর নেমে যায় এবং বলতে থাকেন আমরা গাছ লাগানোতে বাধা দেয়নি।

পরে তথ্য নিয়ে জানা যায়, রাজশাহী – ঢাকা মহাসড়কের পার্শে আরএস খতিয়ান নং ৪, কাজলা মৌজায় (কাজলা মোড়ের পার্শে) সওজ এর খতিয়ানভুক্ত ফাঁকা জায়গায় গাছ লাগাতে গেলে বাধার সৃষ্টি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা পরিচয়দাতা ইদ্রিস (৫০) ও তার ভাই মানিক (৫৫)। তাদের দাবি পেছনের জমির জন্য সওজের জমির মাঝখান দিয়ে রাস্তা ছেড়ে দিতে হবে। কিন্তু তাদের জমিতে গিয়ে দেখা যায়, উক্ত জমির পুর্ব পার্শ্ব দিয়ে ২০ ফিট চওড়া কার্পেটিং করা রাস্তা রয়েছে। তারপরও জমিটির উত্তর সাইডে ড্রেনের উপর দিয়ে রাস্তার দাবি করে বসছেন। সেখানে উপস্থিত থাকা সওজ এর সার্ভেয়ার মিল্লাত হোসেন তাদের উদ্দেশ্য বলেন, আপনি সিটি কর্পোরেশন থেকে নির্দেশনাপত্র নিয়ে আসেন আমরা রাস্তা ছেড়ে দিব। তিনি আরও বলেন, সওজ এর ২০১৫ সালের ভুমি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী আপনি রাস্তার জন্য জমি লীজ নিতে পারবেন। যদি আপনি জমি লীজ নিতে পারেন তবে আমরা রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে পারবো। এর ব্যাতয় হলে আমরা সওজ এর ২০১৫ সালের ভুমি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহনে বাধ্য হবো। উল্লেখ্য, সেই খালি জায়গার পার্শে সওজ এর একটি কোয়ার্টার রয়েছে। এরপর সেই রাসিক এর কর্মকর্তা পরিচয়দাতার সাথে কথা বলে জানা গেল তিনি রাসিক এর ২৮ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। সামনের জায়গাটি যদি আপনার হতো, আপনি কি করতেন? এমন প্রশ্ন করতেই তিনি বিষয়টি এড়িয়ে যান এবং অপ্রাসঙ্গিক কথা বলতে থাকেন। তার এমন দাবিতে বোঝাযায়, সরকারের এই জমিটি জবর দখলের চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ