1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ভেড়ামারা বিদ্যুৎ প্রকৌশলীর খামখেয়ালি পৌরসভার বিদ্যুৎ বিল নিয়ে সাংবাদিক সম্মেলন - dailynewsbangla
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আওয়ামী লীগের নেতা আটক ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায়

ভেড়ামারা বিদ্যুৎ প্রকৌশলীর খামখেয়ালি পৌরসভার বিদ্যুৎ বিল নিয়ে সাংবাদিক সম্মেলন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪

ভেড়ামারা বিদ্যুৎ প্রকৌশলীর খামখেয়ালি পৌরসভার বিদ্যুৎ বিল নিয়ে সাংবাদিক সম্মেলন

হেলাল মজুমদার  ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি : ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের খামখিয়ালি। তিনি কখনো ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল কে লেখিত আকারে বলছেন পৌরসভার বকেয়ো বিদ্যুৎ বিল বাবদ অফিস ভ্যাট ও সার চার্জ ছাড়াই মোট ৬৬,২০,৮৪৬ টাকা পাবো দ্রুত পরিশোধ করেন। আবার কয়দিন পরই পত্র দিয়ে আবার বলা হচ্ছে বকেয়া পরিমাণ ৮০,৪৫,২২২ টাকা পরিশোধ করেন। তা না হলে ওজোপাডিকো উদ্ধর্তন  কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পৌর সভার বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জরুরী তাগিদ দিয়েছেন। পৌর মেয়রের ভাষ্যমতে বিদ্যুৎ অফিস কর্তৃক প্রেরিত বিদ্যুবিল সঠিক না। কখন  ও বলা হচ্ছে প্রায় ৬৬ হাজার টাকা। আবার বলা হচ্ছে প্রায় ৮০ হাজার টাকা।  টাকা অংক হযবরল হওয়ায আজ সোমবার (১০জুন) বিকেল ৩টা সময় ভেড়ামারা পৌরসভার মেয়রের কার্যালয়ে স্থানীয় ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কে নিয়ে পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল সাংবাদিক সন্মেলন করেন। উল্লেখ,ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ১২/৭/২১ স্মারক নং ২৭২২৫০১৫৩০৭৪৪০০১২১-৪০৩ পত্র দিয়ে মেয়র ভেড়ামারা পৌরসভা কে জানান। মেয়র বিল সংশোধন করার জন্য ১৯/৫/২১ আবেদন করেন । সেই মোতাবেক ভ্যাট ও সার চার্জ ব্যতি রেখে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ ৪৯৭২৬০৬.৭৬ টাকা বিদ্যুৎ বিল কমানো হয়।ওই সময় বকেয়া পৌরসভার বিদ্যুৎ বিল হিসাবে  দেখানো হয়  ১০৮৯৩৪.০৩। ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পারভেজ যোগদান করার পর মেয়র ভেড়ামারা পৌরসভা বিদ্যুৎ বিল পরিশোধের প্রত্যয়ন  পত্র প্রদান করেন। যার স্মারক  নম্বর ভেপৌ: প্রশাসন : ০০৪০৫০১৫০২০০০০০৩৮-২১/২১/২০২৪/৯০ তাং ৯/৪/২৪ বলা হয় মোট ৭টা হিসাব নম্বর এর বিপরীতে তিনটা হিসাব নম্বরে ফেব্রুয়ারির /২০২১ থেকে নভেম্বর /২৩ পর্যন্ত কোন চলতে বিদ্যুৎ বিল বাকি নাই । মেয়র ইতিপূর্বে ৫৩,৪৬,২০৬ টাকা বকেয়া পরিশোধ করেছেন। বাকি তিনটা একাউন্টের বিপরীতে ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পাভেজ পৌর মেয়রের কাছে বকেয়া দেখাচ্ছেন ভ্যাট ও সারচার্জ ছাড়াই  ৬৬,২০,৮৪৬ টাকা। আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পাভেজ ৯/৬/২৪ মেয়র ভেড়ামারা পৌরসভা কে আবার পত্র দিয়ে জানান ,সর্বমোট ৭টি প্রিপেড সংযোগ দ্বারা পরিচালিত যার মধ্যে দুইটা রাস্তার  বাতি বৈদ্যুতিক মিটার সংযোগ  থাকাকালীন সময় জানুয়ারি /২১মাস পর্যন্ত মোট বকেয়া পরিমাণ ৮০,৪৫,২২২ টাকা । ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পাভেজ পৌরসভার কর্তৃপক্ষ মেয়র মহোদয় কে একবার বলছেন ৬৬,২০,৮৪৬ টাকা বকেয়া। পুনরায় আবার বলছেন ৮০,৪৫,২২২ টাকা বিদ্যুৎ অফিসে বকেয়া রয়েছে। আসলে কোনটা সত্য। বা সঠিক হিসাব। পৌরসভার বিদ্যুৎ বিল নিয়ে হ য ব র ল। এই কারণেই ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল সোমবার ১০ জুন বিকেল ৩ টার সময় পৌরসভার নিজ কার্যালয় মেয়রের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সোলেয়মান,নজরুল ইসলাম নজুসহ কাউন্সিলর  বৃন্দ ও স্থানীয় সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ