হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় ভাঙ্গাপুল নামক স্থানে অবৈধ ড্রাম টাকের ধাক্কায় বাই সাইকেল আরোহী আব্দুস সালাম (৫০) নামক এক ব্যাক্তি ঘটনা স্থলে নিহত হয়েছে। ঘাতক ড্রাম ট্রাক টিকে পুলিশ আটক করেছে।
শনিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া ভাঙ্গাপুল নামক স্থানে অবৈধ ড্রামট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আব্দুস সালাম( ৫০) নামক এক ব্যাক্তি ঘটনা স্থলে নিহত হয়েছে।
নিহত আব্দুস সালামের বাড়ী একই উপজেলার মাওলাহাবাসপুর গ্রামের মৃত হারান মালিথার ছেলে। ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে। এবং ঘাতক ড্রাম ট্রাককে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান আমরা লাশ ঘটনাস্থান থেকে উদ্ধার করেছি এবং ড্রামট্রাক কে আটক করে থানায় নিয়ে এসেছি। এই ব্যাপারে নিহতের পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।