নওগাঁয় ৬০ গ্রাম হিরোইন মামলায় একজনের যাবজ্জীবন
মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় ৬০ গ্রাম হিরোইন মামলায় আলাউদ্দিন ওরফে আলা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্বাস উদ্দিন মন্ডলের ছেলে আলাউদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল খালেক।
তিনি জানান,এ রায়ের মধ্য দিয়ে ন্যায়-বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয় যাতে মাদক ব্যবসায়ী ও যুব সমাজ মাদক হতে নিজেদের বিরত রাখে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















