দশমিনায় বোরাক ও গাছবাহী ট্রলির মুখামুখি সংঘর্ষে আহত তিন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় মঙ্গলবার দুপুর ১ টায় বোরাক ও গাছবাহী ট্রলির মুখামুখি সংঘর্ষে তিনজন আহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দশমিনা উপজেলার হসাপাতাল রাস্তারসমূক্ষে বাংলাবাজার থেকে গাছবাহী ট্রলির দশমিনা হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাবার সময় হাতাল রাস্তা থেকে সদর রাস্তায় ওঠার সময় মুখামুখি সংঘর্ষ হয়। এতে করে গাচবাহী ট্রলি গাছনিয়ে হাসপাতালের সমনে জনতা ফার্মেসির সামনে উল্টে পরে যায়। ঘটনা স্থলে ঐ ট্রলির চালক জাকির, হেল্পার ও সহযোগি জাহির, হেল্লাল, বশার আহত হয়। ট্রলি গাছনিয়ে জনতা ফার্মেসির দোকানের সমনে উল্টে পরলে দোকানের শাটার দুমরে মুছরে দোকানের মধ্যে ডুকেযায় এবং এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মটর বাইকের উপর গাছ পরে বাইকটি ভেঙ্গেচুরে যায়। এ ঘটনায় আহতদের স্থানীয়রা দশমিনা হাসপাতালে ভর্তি করেন। আহতরা দশমিনা স্বাস্থা কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ মনিকা মল্লিক এর চিকিৎসাধীন আছে।
জনতা ফার্মেসির মালিক শাহজাহান বলেন, ঘটনা এক পলকে ঘটে যায়। হাপাতাল রাস্তা থেকে একটি বোরাক মূল সড়কে ওঠার সময় একটি গাছবাহী ট্রলি পূর্বদিক থেকে এসে মেরেদেয় ট্রলির চালক জাকির বোরাকের যাত্রী বাঁচাতে আমার দোকানের দিকে ঘুরাতে গিয়ে উল্টে পরে। ঘটনা স্থলে ট্রলি চালক সহ তিনজন আহত হয় এবং আমার দোকানের শাটার দুমরে-মুছরে যায়, একটি মটর বাইক ভেঙ্গেচুরে যায়। আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।