বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে আজ মঙ্গলবার ( ৯জুন) ভোর ৫:৩০ মিনিটে একটি আভিযানিক দল, ৪ এপিবিএন, বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার সাং: কবির মামুূদ এলাকার মো: আলী হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন @ মফিজুল (৩০)কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।