রাজশাহীতে সূর্য্যসেতু সমাজ কল্যাণ সংস্থ্যার খাদ্য বিতরন
রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধিন চন্দ্রিমা আবাসিক এলাকায় “সূর্য্যসেতু সমাজ কল্যাণ সংস্থা” নামক একটি সংগঠনের উদ্যগে পাঁচশত পঞ্চাশ জন দরিদ্র জনগোষ্ঠির মাঝেঁ নায্য মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে সেইফ হেল্থ কেয়ার এর প্রকল্প পরিচালক জনাব কামরুজ্জামানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যার চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন। বিক্রয় সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম , সাইদুর রহমান স্কুল এ্যান্ড কলেজের পরিচালক সাইদুর রহমান। বিতরণী খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডিটারজেন পাউডার, ১ টি ডিস ওয়াশিং বার, ২৫০ গ্রাম সরিষার তৈল।
এসকল খাদ্য সামগ্রীর প্যাকেজ বাজার মুল্য ১০৫০ টাকা হলেও সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যার পক্ষ থেকে দরিদ্রের জন্য দেয়া হয় ৭০০ টাকায়। একটি ওয়ার্ডে ২১দিন পর পর এমন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যা। পর্যায়ক্রমে রাজশাহী সিটি কর্পেরেশনের প্রতিটি ওয়ার্ডে এমন কার্যক্রম চলমান থাকবে বলে আসস্ত করেন সংস্থাটি।
সংস্থাটি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর হতে নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান। সংস্থ্যাটি জয়েনস্টোক ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় হতে নিবন্ধনকৃত। যাহার নিবন্ধন নম্বর ঢ-০৯৮৫৯।