1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ - dailynewsbangla
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই উপজেলার ভাবানীপুর নন্দনালীতে বিয়ের একদিন পর স্বামী হারালেন নববধূ ইউএনও’র নাম ভাঙিয়ে ৩১ টন চাল আত্মসাতের চেষ্টা রক্ষক যখন নিজেই ভক্ষক বগুড়া বেকারত্ব মোচনে কাজ করছেন ঐতিহ্যবাহী  আকবরিয়া হোটেল বগুড়ায় ২ শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান প্রদান করলেন জামায়াত বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার বগুড়া গাবতলীতে জিয়াবাড়ি পরিদর্শন করলেন  নবাগত — জেলা প্রশাসক বগুড়া    ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন সাপাহারে ইসলামী আন্দোল বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ফুটবল মাঠে ছুরিকাঘাতে কিশোর নিহত

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সাতদিনের মাথায় এই প্রথম ফরিদপুর জেলার মধ্যে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
 সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলার আলফাডাঙ্গা ডাকবাংলো সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সারাদেশে আওয়ামী লীগ, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলায় ঘটনায় এক প্রতিবাদ সমাবেশে করে দলটি।
বিক্ষোভ সমাবেশ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার কর্মী সমর্থক বিক্ষোভে সমাবেশে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে শেষে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, সহসভাপতি তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইক্লোন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সাবেক যুবলীগের সভাপতি আহসান উদৌলা রানা, সাবেক ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক রায়হান প্রমুখ।
বক্তারা এ সময় তারা সারাদেশের আওয়ামী লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা না পর্যন্তু আমরা ঘরে ফিরবো না বলে বক্তারা জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা উপস্থিত সকলকে শপথ বাক্যে পাঠ করান।
বিক্ষোভকারীরা এ সময়- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এর আগে বিকেল ৩টা থেকে ছয় ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে সমবেত হতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ