এদেশের স্বাধীনতা জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে রক্ষা করবে — বগুড়ায় ছাত্রশিবির নেতা
(বগুড়া) প্রতিনিধি : বগুড়া অঞ্চলের সম্মানিত তত্বাবধায়ক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বৃহস্পতিবার বগুড়া টিটু মিলনায়তনে বগুড়া শহর শিবিরের সভাপতি রেজোওয়ানুল ইসলামের পরিচালনায় বগুড়া অঞ্চলের সাথী ও সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম। শিবির কেন্দ্রীয় সভাপতি বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি আরো বলেন ১৫ বছর দেশের স্বাধীনতা সাবভৌর্মত্ব শেষ করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য করে রুম সিন্ডিকেটের মাধ্যমে রুম দখল করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। সৈরাচার সরকার শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন সহ সকল ক্ষেত্রে দলিয় করণ করে জুলুম করে এ জাতিকে মেরুদণ্ডহীন করার চেষ্টা করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা ধংস করেছে বিচারের নামে হাজার হাজার মামলা করে হাজার হাজার ছাত্রশিবির সহ সাধারন শিক্ষার্থীদের জেল-জুলুমের স্টিম রোলার চালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে হাজার হাজার ছাত্র আহত, পঙ্গুত বরণ করেছে সকলের চিকিৎসা সেবার ব্যবস্থা শিবির গ্রহন করেছেন । তিনি ছাত্রদের উদ্দেশ্য আরো আহবান করেন, তাকওয়াবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, কিয়ামুল লাইল ও সিয়ামুন নাহার পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, সাধারণ মানুষদের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ক্যাম্পাস সংগঠনের বিষয়ে তিনি বলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির বলিষ্ঠ ভুমিকা পালন করবে। সকল ছাত্র সার্বিক খোঁজ খবর ও অসহায় ছাত্রদের সার্বিক খোঁজ খবর রাখবে।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে হল এর সীট বরাদ্দর ব্যবস্থা করতে হবে। সকল প্রকার যোগ্যতার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করবে এজন্য মেধা ও যোগ্যতার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, পশ্চিম জেলা আমীর মাওলানা আব্দুল হক । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর সভাপতি মোঃ তরিকুল ইসলাম, বগুড়া জেলা পূর্বের সভাপতি মোঃ যোবায়ের আহমেদ, বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলহাজ উদ্দিন, জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসেন সহ জেলা শহরের অনেক দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।