বগুড়ায় ট্রেনের ধাক্কায় একজন নিহত
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ পাশে ওয়াপদা গেটের সামনে রেললাইন পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশ বগুড়া ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে জানা গেছে, পুরান বগুড়া এলাকায় বসবাসকারী আশরাফুল তার স্ত্রী’র জন্য সাতমাথা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে ওয়াপদা গেটের সামনে লালমনিহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। রাজশাহীর পবা থানার বাগসারা গ্রামের বাসিন্দা আশরাফুল বগুড়ায় জিটিআই (জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল) কোম্পানীর সুপারভাইজার পদে চাকরি করেন। ঘটনার সময় তার সঙ্গে একই কোম্পানীর ডিস্ট্রিবিউশন ম্যানেজার মাহফুজুর ছিলেন। দুর্ঘটনার পরপর তিনিই আশরাফুলকে হাসপাতালে নিয়ে যান বলে জানান রেলওয়ে পুলিশ বগুড়া ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।