রাত ও দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
(বগুড়া) প্রতিনিধি: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরছে। বগুড়ায় ভোর থেকে সোমবার (১৬) সেপ্টেম্বর) দিনভর টানা ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষ কম থাকায় আয় কমেছে রিকশাচালক ও গণপরিবহন চালকদের। সোমবার বিকালে সরেজমিন শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, বনানী মোড়, মাটিডালী বিমান মোড়, তিনমাথা রেলগেট ও চারমাথা সড়ক ঘুরে ভোগান্তির এই চিত্র দেখা গেছে। মাটিডালী বিমান মোড়ে অটোরিকশাচালক আক্কাস আলী বলেন, শনিবার সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা থামছে না। শরীর গরম হয়ে আছে। রাস্তায় মানুষ তুলনামূলক কম। ভাড়া বেশি পাইনি। দুপুর থেকে ভেজা শার্ট-লুঙ্গি পরে রিকশা চালাচ্ছি। ইজিবাইক চালক সেলিম শেখ বলেন, গায়ে রেইনকোট দিয়েও নিস্তার নেই। গায়ে পানি ঢুকছে। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবো। গাড়ী না চালিয়ে ঘরে বসে থাকলে ভাত খাবো কোথা থেকে? সকাল থেকে ৩০০ টাকার ভাড়া পাইছি শুধু। শহরের কবি নজরুল ইসলাম সড়কে ভ্রাম্যমান ফল বিক্রেতা বিকাশ চন্দ্র বলেন, আজ কাস্টমার কম। বিক্রি ভালো না। একদিন বিক্রি না হলে পরদিন মাল আনার টাকা থাকে না। এদিকে টানা বৃষ্টিতে আয় কমেছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের। তারা বলছে বৃষ্টিতে রাস্তায় মানুষ কম। সকালে অফিসগামী কিছু যাত্রী ছিল। এরপর থেকে যাত্রী কমেছে। যারা বের হওয়ার তারা ইজিবাইক কিংবা রিকশায় ওঠে। বৃষ্টিতে দাঁড়িয়ে কেউ আর সিএনজির অপেক্ষা করে না। কামাল হোসেন নামে এক অটোরিকশা চালক বলেন, রাস্তায় যাত্রীর জন্যা দাঁড়াতেই পারি না। চলতি পথে দু-একজন পাই। গত দুদিন থেকে এভাবেই চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে এমন বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে গরম বাড়তে পারে।