পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নাজমা বেগম
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হলেন দশমিনা উপজেলার উত্তর আরোজবেগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাজমা বেগম।
জানা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ১৬টি বিষয়ের উপর পর্যাবেক্ষন করে পটুয়াখালী জােলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি এই শিক্ষিকাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে জেলায় নির্বাচন করেন। গত ১৯ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব মোল্লা বক্তিয়ার রহমানের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়।
মোসাম্মাৎ নাজমা বেগম বলেন, আমার চাকরি জীবনে এটা একটি গুরুত্বপূর্ণ পাওয়া। আমি গর্বিত । আমি উপজেলা, জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির কাছে কৃতজ্ঞ । এ পদক আমার একার না এটি দশমিনা উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক পরিবারের গৌরব। আগামীতে আমি আমার সর্বোচ্চ জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদানে মনোনিবেশ ও পাঠদানের পরিবেশ তৈরিতে কাজ করবো।
দশমিনা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ খালেদ হোসেন বলেন, দশমিনা উপজেলায় উত্তর আরোজবেগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম এবং বেতগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন এর নাম জেলায় প্রেরন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি মোসাম্মৎ নাজমা বেগমকে শ্রেষ্ঠ নির্বাচন করেন। এতে করে আমরা গর্বিত। এর মাধ্যমে উপজেলায় শিক্ষার মান আরো উন্নতি হবে বলে আশা করি ।
পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সাচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান জানান , বিভিন্ন বিষয়ের উপর পর্যাবেক্ষণ করে দশমিনা উপজেলা থেকে দুই জন প্রধান শিক্ষকের নাম জেলায় প্রেরন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি পূনরায় সার্বিক বিষয় অনুসন্ধান করে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে দশমিনা উপজেলার উত্তর আরোজবেগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নাজমা বেগমকে শ্রেষ্ঠ শিক্ষক পদকে জেলায় নির্বাচন করা হয়। পরবর্তীতে তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন। তার যোগ্যতা বিবেচনায় বিভাগে শ্রেষ্ঠ হবেন আশা করছি।