সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে দশমিনা উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মদ ইব্রাহিম অরবিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান। বিশেষ অতিথি ছিলেন থানার (ওসি তদন্ত) অনুপ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃসোহরব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, সদস্য তাহমিনা সুলতানা, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেন। সভাশেষে দূর্নীতি প্রতিরোধ বিভিন্ন ধরনের ব্যানার ও পোষ্টার প্রদর্শনী করা হয়। আলোচনা সভায় বক্তারা দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।