বরেন্দ্র সাহিত্য-সাংস্কৃতি পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র সাহিত্য-সাংস্কৃতি পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেককাটা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) নওগাঁর মহাদেবপুরে পানকৌড়ি সী ফুড রেষ্টুরেন্টে বরেন্দ্র সাহিত্য-সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আককাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ইউএনও মো.আরিফুজ্জামান। এ’সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের উপদেষ্টা সাহিত্যিক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেন,অধ্যক্ষ কবি আরিফুর রহমান, কবি,সাহিত্যেক ও কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী,রাজশাহী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক কবি ড.আমিনুল ইসলাম কনক,মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক,পুন্ডু সাহিত্য সংসদের সভাপতি কবি আব্দুর রাজ্জাক রঞ্জু, বগুড়া জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি আজিজার রহমান তাজ, কবি আমিনুল ইসলাম, সম্পাদক ও কলামিস্ট কবি মাহফুল আখতার,নেত্রকোনার কবি মো.জাকির হোসেন,কবি আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কবি নুর ইসলাম চৌধুরী, কবি তোফাজ্জল হোসেন, ড.কবি মতিউর রহমান, মেহেরপুরের ড.কবি দিলারা পারভীন,খুলনার কবি সাদিয়া চৌধুরী, কবি সিরাজুল ইসলাম, গণমানুষের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক কবি মাসুদ রানা,নাটোরের কবি এম এ মান্নান শেখ,কবি ও গীতিকার গুলজার রহমান, কবি আব্দুল হান্নান, কবি আব্দুল্লাহ আল ওয়াদুদ, কবি সাদিয়া প্রমুখ। কেক কাটা শেষে একে একে কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে
কবি সাহিত্যেকদের মিলনমেলায়।