দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার আসামি সহ ২জন গ্রেফতার হয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ও কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মদহ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। অভিযানে মাদক ও নিয়মিত মামলার আসামি ধর্মদহ মালিপাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে রিপন আলী (৩৮) ও আদাবাড়িয়া মালিথাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে হ্যাপি (২৫) গ্রেফতার হয়।
অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রাম সহ পাশর্^বতী বিভিন্ন গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক মামলার আসামিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।