মহাদেবপুরে পুকুরে পড়ে আড়াই বছর শিশুর মৃত্যু
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে পুকুরে পড়ে আড়াই বছর শিশু মোস্তাকিন হোসেন এর মৃত্যু হয়েছে। এ’মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ জানুয়ারী) উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার দক্ষিন লক্ষিপুর গ্রামে।
নিহত শিশু দক্ষিন লক্ষিপুর গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। স্থানিয় সুত্র জানায়, শুক্রবার জুমা নামাজ শেষে মুসল্লিরা মসজীদ থেকে বাড়িতে ফেরার পথে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুকে দেখতে পেয়ে সাথে সাথে পানি থেকে উদ্ধার করেন। শিশু মোস্তাকিন হোসেন খেলার সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে বলেই স্থানিয়রা জানিয়েছেন। শিশু মৃত্যুর ঘটনায় শিশুর পরিবার, স্বজন সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।