বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়া শহরের ১৯নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত উর্দ্ধতন দ্বায়িত্বশীলদের নির্দেশে শীতবস্ত্র বিতরণ করেন ১৯নং ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা এবং সমাজ কল্যান সম্পাদক মোঃ রুহুল আমিন বাকি। এ সময় উপস্থিত ছিলেন হটিলাপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মোহাতাপ হোসেন, সুজন মিয়া, শাখারিয়া ইউনিটের মোঃ স্বাধীন প্রমূখ। বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ইউনিটে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠন তাদের সামর্থ অনুযায়ী সেবামূলক কাজ করে যাচ্ছে। আগামীতে সরকার গঠন করলে সবার দূরগোরায় সেবা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ