1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা - dailynewsbangla
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার আক্রমনে আহত-১০ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করায় নতুন কর্মসূচি ঘোষণা দৌলতপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি রাজিব, সম্পাদক আজাদ দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক হেলাল মজুমদার কুষ্টিয়া হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল বোয়ালমারীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডিবি পুলিশের বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে

তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে তেল ব্যবসায়ী মো. শামীমের উপর হামলার ঘটনায় শেখর ইউনিয়নের চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শামীমের পিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
গত মঙ্গলবার রাতে মামলাটি নথিভূক্ত করা হয়। তবে ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন চেয়ারম্যান। তাঁর ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আসামি করা হয়েছে বলে দাবি করেন।
   জানা যায়, গত সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে সহস্রাইল বাজারের ব্যবসায়ী মতিয়ারের বালুর ট্রাক সাইড দিতে গিয়ে শামীমের মোটরসাইলকে চাপ দেয়। এতে মোটরসাইকেলের গতি রোধ হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে শামীম ট্রাক ডাইভারের সাথে বিবাদে লিপ্ত হয়। তখন মতিয়ার গিয়ে জানতে চাইলে শামীমের সাথে তার তর্ক-বিতর্ক হয়। পরে শামীম তার ঘরে এসে ফোন করে শেখর থেকে লোকজন খবর দিয়ে এনে মতিয়ারকে মারতে চায়। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিরোধ মিমংসা করতে চাইলে তারা মতিয়ারকে মারবেই। তখন এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে শামীম আর জেহাদকে মারপিট করে। এ সময় শামীম ও জেহাদ নামে দুইজন আহত হয়। গুরুতর আহত শামীমকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় শামীমের পিতা ইসরাইল মোল্লা মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলাটি নথিভূক্ত করা হয়। মামলায় শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদকে (৫০) প্রধান আসামি, চেয়ারম্যানের ভাই মিলনকে ২ নম্বর আসামি করে ৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়। মামলা নং ২১।
তবে মামলাটিকে মিথ্যা আখ্যায়িত করে চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, বাজারে যখন এ ঘটনা ঘটে তখন আমি বাড়িতে একটা সালিশ করতেছিলাম। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানার ওসি মহোদয়কে ফোন করি। সালিশ শেষ করে বাজারে যাই এবং আমিই শামীমকে ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে যাই। ওষুধও আমি কিনে দিয়ে আসি। আমার ভাই মিলনও তখন বাজারে ছিলনা। আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। অথচ যে মতিয়ারের সাথে বিরোধ বাধে মামলার এজাহারে তার নামই নেই। এজাহারে ঘটনার সময় ৬টা ৩০ মিনিট উল্লেখ করলেও আসলে ঘটনা ঘটেছে ৬টা ২০ মিনিটে। আমার বাসার সালিশ বৈঠকে সিসিটিভি ফুটেজ রয়েছে। কখন বাড়ি থেকে বের হয়েছি সে ফুটেজও রয়েছে।
এ ব্যাপারে সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস বলেন, বাজারের ব্যবসায়ী  মতিয়ারের বালুর ট্রাকের কারণে শামীমের মোটরসাইকেলের গতি রোধ হয় বা পড়ে যেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শামীম ট্রাক ডাইভারের সাথে বিবাদে লিপ্ত হয়। তখন মতিয়ার গিয়ে জানতে চাইলে শামীম তাকে থাপ্পড় মারে। পরে শামীম তার ঘরে এসে ফোন করে শেখর থেকে লোকজন খবর দিয়ে এনে মতিয়ারকে মারতে চায়। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিরোধ মিমংসা করতে চাইলে তারা মতিয়ারকে মারবেই। তখন এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে শামীম আর জেহাদকে মারপিট করে।
   মামলার বাদি ইসরাইল মোল্লা বলেন, বালু ব্যবসায়ি মতিয়ারের বালুর ট্রাক শামীমের মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় চাপ দেয়। এর প্রতিবাদ করলে কামাল চেয়ারম্যানের হুকুমে লোকজন শামীম ও জেহাদকে বেধড়ক মারপিট করে। এতে শামীম মারাত্বক আহত হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, বাদির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্ত করেই আসামি গ্রেপ্তার করা হবে। পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে, কোন অপরাধী ছাড়া না পাক আর কোন নিরঅপরাধী শাস্তি না পাক। পুলিশ সেটা মেনেই কাজ করবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রসুল বলেন, মারামারীর ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ