1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ী মারাধরর করে দোকান লুট - dailynewsbangla
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় ৭ লাখ ৮৮ হাজার ৩২০টি গবাদীপশু প্রস্তুত ১২ হাজার কোটি টাকা বিক্রির সম্ভাবনা  দশমিনায় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ী মারাধরর করে দোকান লুট দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সভা বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে একজনের মৃত্যু  সন্ত্রাসী রাজিবকে গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাই জমি নিয়ে বিরোধ নাগরপুরে বিএনপি নেতার হামলায় ১ জন নিহত আহত ৪ ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি শেখ শহীদুল ইসলাম বাঘায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পা হারালেন বাবা মেয়ে আদালতের নিষেধাজ্ঞায় আড়ানী পৌর হাট-বাজারের ইজারা সাময়িক বন্ধ ঘোষণা 

দশমিনায় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ী মারাধরর করে দোকান লুট

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

দশমিনায় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ী মারাধরর করে দোকান লুট

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় মিরাজ হোসেন(২৫)নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে দোকানের নগদ টাকা ও মালামল লুটের ঘটনা ঘটে।
উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে মিরাজের দোকানে সোমবার বিকেল ৫ টায় ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার রনগোপালদী ইউনিয়ের আউলিয়াপুর বাজারে মুরগির ও মুরগির খাবারের ব্যবসা করেন উপজেলার বহরমপুর ইউনিয়নে মোঃ মিরাজ হোসেন। গত ৭- ৮ দিন আগে রবগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের নাসির সরদারের ছেলে মোঃ সায়েম সরাদার সন্তানের চিকিৎসার জন্য নকল গহনা বন্ধক রেখে মিরাজের কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। নকল গহনার কথা জানাজানি হলে মিরাজ সোমবার বিকেলে সায়েম সরদারের বড় ভাই রাসেল সরদারকে প্রতারণার কথা জনানলে ক্ষিপ্ত হয়ে মিরাজকে দেশীয় অস্র সহ মারধর ও চোখে মুকে আঘাত করে। মিরাজ অসুস্থ হয়ে পরলে এলাকার ব্যবসায়ীরা দশমিনা হাসপাতালে ভর্তি করেন। মিরাজে বাম চোকে গুরুতর আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন প্রতিনিধিকে জানান, সুইদুল একজন উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সাইদুল এমিটি স্বর্নের বালা বন্ধক রেখে ছেলের চিকিৎসার জন্য টাকা দিয়ে মিরাজের সাথে প্রতাররনা করেছে। প্রতারনার বিচারের দাবি জানানই।
আহত মিরাজ জানান আমি আউলিয়াপুর বাজারে ব্যবসা করি পাশাপাশি ভগ্নিপতির ব্যবসা দেখাশোনা করি। সাইদুল সরদার এক ঝোডা স্বর্নের বালা এনে ১০ হাজার টাকা চায় বলেন ৩-৪ দিনের মধ্যে নিয়ে যাবো। আমি ঐ বালা স্বর্নের দোকানে নিয়ে গেলে বলেন এমিটির বালা এটা স্বর্নের নয়। তখোন সাইদুলকে না পেয়ে ওর বড় ভাই রাসেলকে বিকেলে প্রতারনার কথা বললে আমাকে লোকজন নিয়ে মারধর করে। আমি হাসপাতালে আছি একটু সুস্থ হয়ে আইনের আশ্রয় নিবো।
আহত রাসেল সরদার বলেন আমি বিকেলে বাজারে গিয়ে শুনি আমার বাবাকে মিরাজ অপমান করেছে। আমি জানতে চাইলে মিরাজ সহ ৪-৫ জন আমার উপর অতর্কিত হামলা করে। পরে এলাকার লোক জন আমাকে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। আমাকে পিটিয়ে আমার ডান হাতের কবজি ভেঙ্গে ফেলে। আমি আমি আইনের আশ্রয় নিবো।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান ঘটনার বিষয় শুনে হাসপাতালে এএসআই মোঃজসিম সহ পুলিশ পাঠিয়ে ঘটনার বিষয় জানলাম। এখান পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ