বাঘায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৪
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পৃথক স্থানে র্যাব-৫ ও বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে । রবিবার(২৫ মে)রাতে বাঘা উপজেলার মীরগঞ্জ ও আড়ানি এলাকায় থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,রাতে আড়ানি এলাকায় বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে শাহাপুর গ্রামের মৃত আজাহার ফকিরের ছেলে মানিক ফকির(৪৯) ও মৃত ইমান শাহের ছেলে বিজয় শাহ(২২) দ্বয়কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে র্যাব-৫ বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর গ্রামের তানভীর আলম ওরফে সাফিন(১৯) পিত -মো: সারোয়ার আলম ও রাকিব হোসাইন (২২) পিতা-মো: আব্দুল হাকিম দ্বয়কে ২৪ পিচ ইয়াবাসহ আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান,আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে সোমবার(২৬মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।