1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ.লীগ-কৃষকলীগের ৩ নেতা গ্রেপ্তার - dailynewsbangla
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় জাতীয়তাবাদী কৃষক দল ও “আমরা বিএনপি পরিবার” বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দশমিনায় পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী আটক বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক   বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ.লীগ-কৃষকলীগের ৩ নেতা গ্রেপ্তার নেসকোর নিয়োগে তিন দফা দাবি নিয়ে রাজপথে রুয়েট শিক্ষার্থীরা ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ.লীগ-কৃষকলীগের ৩ নেতা গ্রেপ্তার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ.লীগ-কৃষকলীগের ৩ নেতা গ্রেপ্তার

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী আওয়ামী লীগ-কৃষকলীগের ৩ নেতাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গার থানার ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, শনিবার দিবাগত রাতে বিভিন্ন সময় একটি রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা সকলেই একটি বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা আসামি। গত ১৫ জানুয়ারি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ এলাকার বিএনপি কর্মী লাভলু সর্দার নামে এক দিনমজুর মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,   বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক বিধান চন্দ্র শাখারী (৫২), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মানোয়ার হোসেন মানু (৪২) ও একই উপজেলার সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন (৪৪)। তাদেরকে নিজ এলাকা থেকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার নিজ এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর নামে পেনাল কোড ১৪৩/ ১৪৪/১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৫০৬ (২)/৩৪/১১৪ তৎসহ ১৯০৮ সালের ধারায় একটি বিস্ফোরক মামলা করেন বিএনপি কর্মী দিনমজুর লাভলু সর্দার। মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামী করা হয়। এ মামলার অনেক আসামীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকেই জামিনও পেয়েছেন আবার অনেকেই জেলহাজতে রয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের রবিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় একটি রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় পাঠানো হয়েছে।    বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা ৩ আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। আসামিরা আওয়ামী লীগ ও কৃষকলীগের পদধারী ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ