ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫ , আজকের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক  

বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক  

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৭ বোতল ফেন্সিডিল সহ শহিদুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। আটকের ঘটনায় এসআই শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বার ২৭। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শহিদুল ইসলাম পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে শহিদুল ইসলামকে তার বাড়ির সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
 থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে শহিদুল নামের একজনকে ৭ বোতল ফেন্সিডিল সহ আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।