ভেড়ামারায় বকেয়া বিলের জেরে লাইনম্যানকে লক্ষ্য করে গুলি
হেলাল মজুমদার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় বকেয়া বিদ্যুৎ বিলের জেরে এক পল্লী বিদ্যুৎ কর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সংযোগ বিচ্ছিন্ন করার পর গ্রাহকের ছেলে ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং অস্ত্রের বাট দিয়ে লাইনম্যানকে গুরুতর জখম করে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ওই গ্রামের তাজমল হোসেনের নামে হিসাব নং ১০৬/২০৩০-এর একটি আবাসিক সংযোগে চার মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া ছিল। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৯২১ টাকা পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে যান লাইনম্যান সোহাগ (৩৫) ও তার সহকর্মী। এসময় তাজমল হোসেনের ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে পরপর দুই রাউন্ড গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সোহাগকে ধরে অস্ত্রের বাট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সোহাগকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ডিজিএম মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের কর্মীরা নিয়ম মেনে সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। অথচ সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে লাইনম্যানকে হত্যার চেষ্টা করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে আমরা প্রশাসনকে জানিয়েছি।”
ঘটনার পর কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ভেড়ামারা থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজিএম (ওএন্ডএম) মো. আকরাম হোসেন বাদী হয়ে আব্দুর রহিমকে আসামি করে মামলা (নং–১৮) করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















