ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে : শরীফ উদ্দিন জুয়েল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে তা জনগণ মেনে নেবে না। জনগণ গণভোট নয়, সরকার গঠন করবে ব্যালটের মাধ্যমে ।
জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পাঁয়তারা করা হলে জনগণদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে । শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম ও শেহালা বাজারে বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন ও উঠান বৈঠক উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, বিএনপির কিছু বেইমান এমপিদের কারণেই ওয়ান ইলেভেন সরকার সমর্থন পেয়েছিল। তাদের সমর্থনের ফলেই তত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। ২০০৮ সালের সময়টি ছিল বিএনপির জন্য একটি ঐতিহাসিক ও কালো অধ্যায়।
সে সময় ফখরুদ্দিন-মঈনুদ্দিনের নেতৃত্বে গঠিত সেনা-সমর্থিত তত্বাবধায়ক সরকার অবৈধভাবে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে হত্যা করেছিল, যাকে আমরা ওয়ান ইলেভেন সরকার হিসেবে চিনি। ওই ওয়ান ইলেভেন সরকারকে মান্নান ভূঁইয়ার হাত ধরে যেসব বিএনপি এমপি সমর্থন দিয়েছিলেন, তারা আজ দালাল ও বেইমান হিসেবে চিহ্নিত। সেই প্রেক্ষাপটেই তৎকালীন সময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনকে মনোনয়ন দিয়েছিলেন।
দলের ও দেশের দুঃসময়ে যারা পালিয়ে গিয়েছিল, তাদের সঙ্গে জনগণ আর যাবে না। দৌলতপুরের রাজনীতি প্রসঙ্গে জুয়েল বলেন, আলহাজ্ব আলতাফ হোসেন ও মরহুম রবিউল ইসলাম সরকার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির দুঃসময়ে দলের পাশে থেকেছেন এবং স্বচ্ছ রাজনীতি করেছেন। আমিও তার রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার হাত ধরে দৌলতপুরে রাজনীতি করতে চাই। সে কারনে বিএনপি থেকে এখানকার এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছি এবং দৌলতপুরের মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির সুফল তুলে ধরে জনসাধারণের মাঝে বক্তব্য রাখেন ও লিফলেট বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল,রাসেল আহমেদ, রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ন আহবায়ক রিপন আলী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাস আলী, দৌলতপুর উপজেলা সাধারণ সম্পাদক রিপন মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু,উপজেলা সমবেদনের সদস্য সচিব তারাচাদ আলী সহ বোয়ালিয়া ইউনিয়নের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 










