1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কুষ্টিয়ায় ‌র‌্যাবের অভিযানে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১৪ জন - dailynewsbangla
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায় ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক লালপুরে খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় ‌র‌্যাবের অভিযানে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১৪ জন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১

কুষ্টিয়ায় ‌র‌্যাবের অভিযানে প্রকাশ্যে অবৈধভাবে জুয়া খেলার অপরাধে ১৪ জন আসামী গ্রেফতার।


র‌্যাবের-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ৩০ মে এপ্রিল ২০২১ ইং তারিখ সময় রাত ১২.১৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চরখাদিমপুর গ্রামস্থ ধৃত আসামী ইছা (৫০), পিতা-মৃত চাহার মন্ডল এর বসত বাড়ির পুর্ব দুয়ারী টিনের ঘরের
ভিতর” একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে তাস-৬ জোড়া, মোবাইল ফোন-১৪টি, সীমকার্ড- ২১ টি, পাটি-১টি ও নগদ টাকা ৭৮৪৭০/- (আটাত্তর হাজার চারশত সত্তর) টাকা সহ ১৪ জন আসামী ১। মোঃ ইছা মন্ডল (৫০), পিতা মৃত-চাহার মন্ডল, ২। মোঃ জিয়ারুল ইসলাম (৩৭), পিতা-মৃত মুসা উদ্দিন, ৩। মোঃ আনারুল ইসলাম (৩৬), পিতা-মৃত আজগার মুন্সী, ৪। মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ রাজা মুন্সী, ৫। মোঃ লালন প্রামানিক (৩৪), পিতা-আব্দুর রশিদ প্রামানিক, ৬। আতারুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আবুল প্রামানিক, ৭। মোঃ আসলাম প্রামানিক (৪৫), পিতা- মোঃ আতিয়ার প্রামানিক, ৮। মোঃ আনিছুর রহমান (৩৩), পিতা-মৃত- আজগার আলী মুন্সী, উভয় সাং-চরখাদিমপুর, ৯। মোঃ তোহিদুল ইসলাম (৫৫), পিতা-মৃত আজিজুল বিশ্বাস, ১০। মোঃ উকিল আলী (৪০), পিতা-মৃত ফজলুল হক, উভয় সাং-নওদা খাদিমপুর, ১১। মোঃ শাহাবুল ইসলাম (৩৪), পিতা-মোঃ মোশারফ
হোসেন, ১২। মোঃ মনিরুল ইসলাম (২৩), পিতা-মৃত ফজলু বিশ্বাস, ১৩। মোঃ বাচ্চু শেখ (৪৮), পিতা-মৃত সলিম উদ্দিন শেখ, উভয় সাং-খাদিমপুর, ১৪। মোঃ আজিবার @ মজিবার (৫৮), পিতা-মৃত ফকির মালিথা, সাং-তালবাড়ীয়া, সর্ব থানা- মিরপুর, জেলা-কুষ্টিয়া’দের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের জুয়া বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাবের-১২,, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ