যশোরে ‘ডেভিল হান্ট ফেজ ২’অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী আটক 

নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

atOptions = { 'key' : '021ef938b63ae84c13d863b5d399bb20', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; atOptions = { 'key' : '98d665ac83832d783fbcec12547795eb', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} };

আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, যশোর সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও পাকদিয়া গ্রামের বাসিন্দা হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।যশোর ডিবির নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিনোদনমূলক ইভেন্টের টিকিট উল্লেখ্য,এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশ মোট ১৯ জনকে আটক করে।

atOptions = { 'key' : '021ef938b63ae84c13d863b5d399bb20', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; atOptions = { 'key' : '98d665ac83832d783fbcec12547795eb', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} };