ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা
হেলাল মজুমদার কুষ্টিয়া
ভেড়ামারা শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান।
ফুটপাতগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। সকালে উচ্ছেদের পর সন্ধ্যায় আবার দখল যেন না হয়ে যায়। ভেড়ামারা পৌরসভা ও সরকারের প্রচেষ্টা ছাড়া দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না।
দীর্ঘদিন ধরে ভেড়ামারার ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। বাধ্য হয়ে তারা চলাচলের জন্য ব্যবহার করছেন মূলসড়ক। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। সেই সঙ্গে পথচারীদের দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
ভেড়ামারা এই ফুটপাতের এক পথচারী হাসিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাতগুলো জমি দখলের মতো দখল হয়ে গেছে। এখনি কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী হয়ে পড়েছে।
শফিকুল নামের আরেক পথচারী বলেন, শহরের মেইন রাস্তার ফুটপাত দখল থাকায় রাস্তা দিয়ে চলাচল করতে হয় যা পথচারীদের জন্য খুবই বিপজ্জনক। বেশিরভাগ সময় রাস্তায় প্রচণ্ড যানবাহনের চাপ থাকে। তাই রাস্তা দিয়েও চলাচল করা যায় না। সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া উচিত।
আরেক নারী পথচারী বলেন, ফুটপাত দিয়ে হাঁটার সময় অনেক মানুষের ধাক্কা খেতে হয়। বিশেষ করে নারী পথচারীদের বিড়ম্বনার শিকার হতে হয়।
ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, টাকা দিয়ে দোকান বসাইছি, আবার প্রতিদিন চাঁদাও দিতে হয়। এখানে বসার জন্য প্রতিদিন টাকা দেওয়া লাগে।
তবে বেশিরভাগ দোকানিরা বলছেন, আমাদের ব্যবসা তো হয়। ছেলে সন্তান নিয়ে দুইমুঠো ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারি। মানুষও হাঁটুক, আমাদেরও ব্যবসা হোক।