বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী

মোহাম্মদ আককাস আলী :
 নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর নিকট বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাংক কর্মকর্তাগণ।
উপজেলার গুড় হাটিতে বুধবার(২৮জানুয়ারি) বিকেল ৪ টার দিকে মেসার্স হাজী ট্রেডিং কর্পোরেশনের সামনে এ কর্মসূচী পালন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
মেসার্স মিনার অটোমেটিক রাইস মিল ও সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রডিং কর্পোরেশনের স্বত্তাধীকারী ডি. এম আবু সাঈদ তার ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার সকল ব্যবসা প্রতিষ্ঠান চলমান থাকলেও প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘ প্রায় ৩ বছর যাবত তিনি ব্যাংকের বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা পরিশোধ করছেন না। বিভিন্ন তাল বাহানায় ব্যাংকের টাকা পরিশোধ না করলেও থানা পাড়ায় বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলেও ব্যাংক কর্মকর্তারা অভিযোগ করেন। দ্রুত তাদের বিনিয়োগকৃত ৩৩ কোটি টাকা ব্যাংকে জমা দেয়ার দাবী জানান কর্মকর্তারা।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, এসপিও ২য় কর্মকর্তা এ. আর. এম জামিনুল হক, এসপিও ও বিনিয়োগ ইনচার্জ মো. জাকারিয়া ইসলাম প্রমূখ।