1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী - dailynewsbangla
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও পরিচিতি সভা বোয়ালমারীতে পিস্তল উদ্ধার  ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ  সভা দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভার পিলার ঘিরে করা হয়েছে সিএনজি স্ট্যান্ড লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
কাজে মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী, ১০ টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোটবোন শেখ রেহানা। টুঙ্গিপাড়া থেকে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গত ৪ জুলাই সবশেষ পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্যরাও ছিলেন।
এদিকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে জানানো হয়, দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল সোয়া ৪টা রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
বিকাল পৌনে ৫টায় একটি চা চক্রে অংশ নেবেন রাষ্ট্রপতি। পরে সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু ও মধুমতি নদী পরিদর্শনে যাত্রা করবেন তিনি। সেখান থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাদারীপুরের শিবচরের উদ্দেশে রওনা দেবেন আবদুল হামিদ। সেখানে প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ